যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া তিন শতাধিক দক্ষিণ কোরিয়ার নাগরিককে ‘অবৈধ এলিয়েন’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে অভিবাসন অভিযান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প মন্তব্য করেন, ‘আমি বলব যে তারা অবৈধ এলিয়েন (অভিবাসী) ছিল এবং আইসিই কেবল তার কাজ করছে।ট্রাম্পের মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ং যুক্তরাষ্ট্রে হুন্ডাই মোটর-এলজি গাড়ির ব্যাটারি কারখানায় অভিবাসন অভিযানে শত শত নাগরিককে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার জর্জিয়া রাজ্যের সাভানার কাছে অবস্থিত প্ল্যান্টে প্রায় ৪৭৫ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩০০ জনেরও বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। গ্রেপ্তারের ঘটনাটি ছিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শাখা ইমিগ্রেশন...