মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজের সবজি বীজতলায় কলেজপড়ুয়া যুবক আবু বকর মানিকগঞ্জের সাতটি উপজেলার হাজারো কৃষক শীতকালীন সবজির চারা উৎপাদনে জমিতে সময় দিচ্ছেন। সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার কৃষকদের মাঠে তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ, মুলা, শসা, পটল, লালশাক ও পালংশাকসহ নানা জাতের সবজির বীজতলা তৈরি ও চারা পরিচর্যায় দিনরাত কাজ করছেন তারা। কৃষকরা বলছেন, মৌসুম শুরুর আগেই সবজির আবাদ শুরু করতে পারলে বাজারে আগাম সরবরাহ দেওয়া সম্ভব হয়। ফলে একদিকে যেমন ভোক্তাদের চাহিদা মেটে, তেমনি কৃষকরা ন্যায্য দাম পান। কম খরচে বেশি লাভের আশায় অনেকে আগাম জাতের সবজি চাষে ঝুঁকছেন। আগাম ফসলের জন্য সার, কীটনাশক ও শ্রমিক ব্যয় কিছুটা বাড়লেও বাজারে উচ্চমূল্যে বিক্রি করা যায় বলে কৃষকরা লাভবান হন। তারা জানান, প্রতিবছর স্থানীয় চাহিদা মিটিয়ে...