শনিবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, তাৎক্ষণিকভাবে পাঁচ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, নিহত শাকিল খন্দকার বগুড়া সদরের ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। ইসলামপুর তেলিপুকুর এলাকায় আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসা নিয়ে শাকিল খন্দকারের সঙ্গে স্থানীয় শামীম ও পলাশের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলকে তার আত্মীয় সুজন বাড়ি থেকে ডেকে বের করেন। এরপর তাকে তেলিপুকুর গ্যাসপাম্পের পেছনে নিয়ে যায়। সেখানে পৌঁছার পর পলাশ ও শামীম তাদের অন্তত ৪০ জন সহযোগী প্রথমে শাকিলের ভাগনে তৌফিককে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি পালিয়ে যান। এ সময় শাকিলের ছেলে আপন (২৫) ও...