ডেটিং অ্যাপে প্রথম আলাপ, তারপরেই সামনাসামনি দেখা করার সিদ্ধান্ত। দিল্লির এক তরুণ ডেটিং অ্যাপে পরিচিত এক তরুণীর সঙ্গে মেট্রো স্টেশনের কাছাকাছি একটি রেস্তরাঁয় দেখা করেন। আড্ডার সঙ্গে চলছিল খাওয়াদাওয়া ও একাধিক পানীয় অর্ডার। কিন্তু খাবার শেষে যখন রেস্তরাঁর কর্মী বিল নিয়ে এলেন, তখনই মাথায় হাত তরুণের। বিল হাতে পেয়ে অবাক হয়ে যান ওই তরুণ। মোট খরচ দাঁড়ায় ৫০,৪১৮ টাকা। এর মধ্যে কেবল জিএসটি ও সার্ভিস চার্জ হিসেবেই কাটা হয় প্রায় ৪,৮৬৮ টাকা। বিলের ছবি পরে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি এবং রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন। ‘ড্যাডিবায়ু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে রেডিটে পোস্ট করা সেই বিলের ছবিতে স্পষ্ট দেখা যায় খাবারের পাশাপাশি একাধিকবার পানীয় অর্ডার করা হয়েছিল। সবকিছু মিলে...