‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আর কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। বর্তমান সময়ে পৃথিবী এতটাই উন্মুক্ত হয়ে গেছে যে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকে থাকা সম্ভব নয়।’ সম্প্রতি জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীইকবাল হাসান মাহমুদ টুকু। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, জামায়াতের ভূমিকা, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং বিএনপির ভেতরের বিতর্ক নিয়ে খোলামেলা মতামত দেন। সাক্ষাৎকার নিয়েছেনখালিদ হোসেন। জাগো নিউজ: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী? ইকবাল হাসান মাহমুদ টুকু:৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। ড. ইউনূসের কাছে ক্ষমতা হস্তান্তর হয়েছে, তার মূল লক্ষ্য নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। তবে দেশে এখনো অগণতান্ত্রিক শক্তি ষড়যন্ত্র করছে, ধর্মের নাম ব্যবহার করে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছে।...