ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নের ষষ্ঠ বিশ্বকাপ যাত্রা শুরু হলো একেবারেই তার স্বভাবসুলভ ভঙ্গিতে। তার জোড়া গোলের দাপটে আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করলো পর্তুগাল। শনিবারের দিবাগত রাতে করা জোড়া গোল রোনালদোকে আরও একবার নতুন উচ্চতায় পৌঁছে দিল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে এখন তার ঝুলিতে ১৪০ গোল। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা দাঁড়াল ৩৮ এ। লিওনেল মেসির চেয়ে ২টি বেশি এবং সর্বকালের শীর্ষ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজের থেকে মাত্র ১টি কম।আরো পড়ুন:নেপালে গোলশূন্য ড্র, জয়হীন শুরু বাংলাদেশ দলেরথুতু দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লিখলেন রোনালদো, “প্রথম ধাপ সম্পন্ন।” ৪০ বছর বয়সেও থেমে নেই এই কিংবদন্তি। সম্প্রতি সৌদি আরবের আল-নাসর ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন তিনি। গত গ্রীষ্মে জাতীয় দলকে জিতিয়েছেন ইউরোপের নেশনস...