জমি নিয়ে বিরোধের জেরে পাবনায় চাচাতো ভাইদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আব্দুল আজিজ মন্ডল নামে আরো একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আরো পড়ুন:আমার মেধাবী ছেলের খুলি ফ্রিজে, ওরে বিদেশে নেন: মামুনের মামামুনের খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’ আমার মেধাবী ছেলের খুলি ফ্রিজে, ওরে বিদেশে নেন: মামুনের মা মামুনের খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’ নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের...