বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে ৪২৩টি ত্রাণ বিতরণ কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এ ছাড়া ৫১২ জন চিকিৎসক এবং ৪৩২ জন স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্তদের রক্ষায় কাজ করছে। পাশাপাশি জীবিত প্রায় ১৫ লাখ গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে এ পর্যন্ত ৯০০ জনের মৃত্যু হয়েছে।যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যেসব অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে ভেনেজুয়েলাআলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের মুলতান থেকে বলেন, বন্যার কারণে ওই অঞ্চলের পুরো গ্রাম পরিত্যক্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ তাদের জিনিসপত্র ফেলে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে। তবে অধিকাংশেরই কোনো নিরাপত্তা নেই। ১০ হাজার একর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আমবাগানও ডুবে গেছে। হায়দার বলেন, সেপ্টেম্বরে বর্ষাকালে শেষ হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দ্রুতই আবার ব্যাপক বৃষ্টি...