পাকিস্তানের বন্যা কবলিত দক্ষিণ পাঞ্জাব প্রদেশের মুলতানে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) মুলতান জেলায় তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়, তবে বেশিরভাগ যাত্রীই বেঁচে গেছেন। শনিবার পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদের শেয়ার করা পরিসংখ্যান অনুসারে, রাভি, শতদ্রু এবং চেনাব নদীর বন্যায় ৪ হাজার ১০০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ১৫ লাখেরও বেশি প্রাণীকে স্থানন্তরিত করার জন্য ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২টি পশুচিকিৎসা পোস্ট স্থাপন করা হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, জুন থেকে পাকিস্তানে মৌসুমি বন্যায় প্রায় ৯০০ জন নিহত হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২...