বিভিন্ন দল-সমর্থিত প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের নাজিরাবাজার, ধানমন্ডির স্টার কাবাব, আজিমপুরসহ ক্যাম্পাসের আশপাশের হোটেল ও রেস্তোরাঁয় আপ্যায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিয়াশীল ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ প্রিন্স। তিনি বলেন, এসবের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের নিজেদের দিকে টানার অপচেষ্টা চালাচ্ছে। যা নির্বাচনকে প্রতিযোগিতার বদলে বাজারে পরিণত করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, শুধু তাই নয়, শিক্ষার্থীদের কাছে নানা ধরনের খাবার, উপহার সামগ্রী ও উপঢৌকন পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি ভোটের জন্য অর্থের আদান-প্রদানও হচ্ছে। শিক্ষার্থীদের জেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রীতিমতো ফোন ও মেসেজ দিয়ে দল-সমর্থিত ছাত্রসংগঠনের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি অভিযোগ করেন, প্রার্থীদের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতার...