০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল আবারও রক্তাক্ত সহিংসতার শিকার হলো। সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা শান্ত হলেও সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা থামেনি। এবার বোর্নো রাজ্যে ভয়াবহ এক হামলায় প্রাণ হারালেন অন্তত ৬৩ জন, যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেস্বর) রাত সাড়ে আটটার দিকে বোর্নো রাজ্যের দারুল জামাল শহরে এ হামলা চালানো হয়। এলাকাটি নাইজেরিয়া–ক্যামেরুন সীমান্তের কাছে, যেখানে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে এসে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায় এবং গ্রামবাসীর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। কেন এই হামলা—তার স্পষ্ট কারণ জানা যায়নি, তবে স্থানীয়ভাবে মনে করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারই এ হামলার মূল উদ্দেশ্য। বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই সম্প্রদায়কে...