০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ এএম ম্যাচ জুড়ে নেপালের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বিপরীতে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা বাংলাদেশ খেলতে পারেনি আগ্রাসী ফুটবল। প্রবাসী তারকা ফুটবলারদের অনুপস্থিতিতে বিবর্ণ ফুটবলে স্বাগতিক নেপালের বিপক্ষে ড্র করেলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। নেপালের দশরথ স্টেডিয়ামে দুই দলের প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই মাঠেই ২০২২ সালের দেখায় ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই হিসাবে ভালোই বলতে হয়। তবে মাঠের পরফরম্যান্স ছিল প্রত্যাশার বিপরীত। নবম মিনিটে সুমন রেজা জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল পাননি। এর বাইরে বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশের। তারপরও ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন কাবরেরা। “আমি মনে করি, যেটা প্রত্যাশিত ছিল, সেটাই হয়েছে। আটসাঁট ম্যাচ...