০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম ব্রাড ইভান্স, সিকান্দার রাজাদের বোলিং তোপে একশর আগেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। রান তাড়ায় কয়েকটি উইকেট হারালেও জিততে বেগ পেতে হলো না জিম্বাবুয়ের। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরল সমতা। হারারেতে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচ জিতে নিয়েছে তারা ৩৪ বল বাকি থাকতে। টি-টোয়েন্টিতে আটবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের এটি দ্বিতীয় জয়। প্রথমটি ২০২৪ সালে, কলম্বোয়। এবারের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবুয়ে। প্রথমটি তারা হেরেছিল ৪ উইকেটে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার তেতো অভিজ্ঞতা হলো শ্রীলঙ্কার। ২০২৪ সালে ৭৭ রানে অলআউট হয়েছিল তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে কম...