গাজা সিটিকে দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লাগাতার বোমাবর্ষণ ও স্থল অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬৭ ফিলিস্তিনি। এ সময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা, ভেঙে ফেলা হয়েছে একটি বহুতল ভবনও। খবর আল জাজিরা। শনিবার গাজা সিটির ১৫ তলা সুসি টাওয়ার ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনারা। দাবি করা হয়, ভবনটি হামাস নজরদারির কাজে ব্যবহার করছিল। তবে এ নিয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরায়েল এবং হামাসও এ অভিযোগ অস্বীকার করেছে। ধ্বংস হওয়া ভবনটির বিপরীতে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ)–র কার্যালয়। ইসরায়েলি বাহিনী জানায়, গাজার যেসব স্থাপনা এখনো টিকে আছে সেগুলোই তাদের প্রধান লক্ষ্য। বিমান হামলার পাশাপাশি পদাতিক বাহিনী দেইর আল বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। বেসামরিক লোকজনকে সরতে নির্দেশনা দেওয়া...