রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ আহ্বান করা হয়। কাদেরিয়া বাহিনীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মুক্তিযুদ্ধের কিংবদন্তি নেতা ও কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের। অন্যদিকে, ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশটি ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল। অন্যদিকে, ৫ সেপ্টেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে লিখিত আবেদন করেন রনি মিয়া নামে এক ব্যক্তি। তবে তার ঠিকানা ও যোগাযোগ নম্বর আবেদনে উল্লেখ ছিল না। ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি করা হয়, “সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে। সেটি ঠেকাতেই আমাদের...