ভাবুন তো— নির্জন রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন আর হঠাৎ দেখলেন চাঁদ তার সাদা জ্যোৎস্না ছেড়ে ধীরে ধীরে রঙ পাল্টে রূপ নিয়েছে লালচে-তামাটে এক রহস্যময় রূপে! মনে হবে যেন কোনো প্রাচীন কাহিনির দরজা খুলে গেছে আপনার চোখের সামনে।এই রোমাঞ্চকর অভিজ্ঞতারই সাক্ষী হতে চলেছি আমরা, কারণ ৭ সেপ্টেম্বর রাতে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য— ব্লাড মুন বা রক্তিম চাঁদ। এটি শুধু একটি চন্দ্রগ্রহণ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর নাট্যমঞ্চ। যেখানে চাঁদ রূপ নেবে এক জাদুকরী রঙে আর আপনি হতে পারেন তার এক সরাসরি দর্শক।বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে (রোববার ও সোমবার) (৭ ও ৮ সেপ্টেম্বর) এই দুই রাতজুড়ে। তবে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে এবং চলবে পরদিন ভোর পর্যন্ত, মোট সময়কাল ৭ ঘণ্টা ২৭ মিনিট।এর...