নারী মোটরসাইকেল আরোহীদের জন্য ইভেন্টের ঘোষণা দেয় একটি ক্যাফে। সেই ইভেন্টের ঠিক আগের দিন পুলিশ অভিযান চালিয়ে ক্যাফেটি সিলগালা করে দেয়।বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ওই ক্যাফে বন্ধ করে দেওয়া হয়। ক্যাফের ইনস্টাগ্রাম পেজে শুক্রবার ইভেন্ট আয়োজনের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এ দিন অংশগ্রহণকারীদের জন্য একটি ডিজে এবং নগদ পুরষ্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরে পুলিশের সাঁটানো বন্ধের নোটিশের একটি ছবি পোস্ট করে ফলোয়ারদের যোগদান না করার আহ্বান জানায় ক্যাফে কর্তৃপক্ষ।ব্যাপক আইনি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে ইরানের শহরগুলোতে আরও বেশি সংখ্যক নারী মোটরসাইকেল ব্যবহার করেছেন। বিশেষ করে নীতি পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের পর থেকে নারীদের মোটরসাইকেল চালানোর হার বাড়ছে। কর্মকর্তাদের মতে, এই প্রবণতা তেহরানের বাইরে ইয়াজদ এবং অন্যান্য প্রদেশের মতো জায়গায় ছড়িয়ে পড়েছে।বর্তমান আইন...