গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মমতার বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এটিকে হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত মমতা উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় মমতা। এর পর আর সে বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফা তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। এর পর শনিবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা মরদেহের গন্ধ পায়। এর পর পাশের ডোবাতে তারা খোঁজ করলে...