নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের দারুল জামাল শহরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় পাঁচজন সেনা সদস্যও প্রাণ হারান। খবর এএফপির। বোর্নোর গভর্নর বাবাগানা জুলুম জানান, সম্প্রতি পুনর্বাসিত একটি গ্রামে এই হামলা চালানো হয়। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছেন।’ স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাতে মোটরসাইকেলে এসে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী মালাম বুকার বলেন, ‘ওরা চিৎকার করতে করতে আসে, সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে।’ হামলার পর তিনি স্ত্রী–সন্তানকে নিয়ে পালিয়ে যান। ভোরে ফিরে এসে সর্বত্র লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান...