০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা নগরীর বাসিন্দাদের দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই শহরের একটি বহুতল আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে ভবনটি সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের সাধারণ মানুষের জীবন আরও অনিশ্চয়তায় পড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গাজা নগরীর একটি ১৫ তলা বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, ভবনটি হামাস যোদ্ধাদের গোয়েন্দা কার্যক্রম ও পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল। হামলার আগে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ইসরায়েল বলছে, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। নগরীর যে বহুতল ভবনটি ধ্বংস হয়েছে, তার নাম ছিল সুসি রেসিডেনশিয়াল টাওয়ার। স্থানীয়দের মতে,...