০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ এএম গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী, উপত্যকাটি এখন মৃত্যু ও ধ্বংসের আরেক নাম। প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে নিহত মানুষের সংখ্যা, অনাহার ও অপুষ্টিতে মরছে অসংখ্য শিশু। ইসরায়েলের লাগাতার হামলা, কঠোর অবরোধ এবং সীমান্ত বন্ধ থাকায় মানবিক সহায়তাও পৌঁছাতে পারছে না। গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৬৮ জন নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযান এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজারেরও বেশি। একদিকে বোমাবর্ষণ, অন্যদিকে ক্ষুধা ও চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, ইসরায়েলের অবরোধ ও...