০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার প্রায় সবগুলো মাধ্যমিক ও দাখিল পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করা হয়নি পবিত্র ঈদে মিলাদুন্নবী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলায় ঘুরে দেখা যায় প্রতিষ্ঠানের অফিসের দরজায় তালা, খোলা হয়নি প্রতিষ্ঠানগুলো, পালন করেননি পবিত্র ঈদে মিলাদুন্নবী। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদ্রাসা, বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়, আয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয়, শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়, মাঝিপাড়া শালবাহান রোড দাখিল মাদ্রাসায় সরেজমিনে গেলে বিদ্যালয়গুলোতে কোনো ঈদে মিলাদুন্নবীর পালন করা হয়নি জানতে পারা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় উপজেলার প্রায় প্রতিটি মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালিত হয়নি।...