০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম চলতি মাসে নতুন রোমাঞ্চ নিয়ে হলিউডের বড় পর্দায় আসছে ভয়, রহস্য, প্রেম, হাসি, মহাকাশ অভিযানের বিস্ময় আর টানটান উত্তেজনার ক্রাইম ড্রামা। দর্শকদের জন্য অপেক্ষা করছে রীতিমতো পাঁচ-পাঁচটি মহাকাব্যিক সিনেমা, যা বদলে দিতে পারে এ মাসের বিনোদনের স্বাদ এবং মাত্রা। ডাউনটন অ্যাবে: দ্য গ্র্যান্ড ফিনালেআবারও প্রিয় ক্রাউলি পরিবারকে নিয়ে ফিরে এসেছে ডাউনটন অ্যাবি: দ্য গ্র্যান্ড ফাইনালে, যা মেরি এবং পরিবারের আর্থিক সংকটকে কেন্দ্র করে এক কেলেঙ্কারির গল্প উপস্থাপন করে।ক্রাউলিরা প্রজন্মের পরিবর্তনকে গ্রহণ করতে চেষ্টা করছে, একই সঙ্গে অভ্যন্তরীণ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।সিনেমায় অভিনয় করেছেন হিউ বোনভিল, এলিজাবেথ ম্যাকগোভার এবং মিশেল ডকারি, যারা নির্মাতা সাইমন কার্টিসের নির্দেশনায় আবারও একত্রিত হয়েছেন। চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১২ সেপ্টেম্বর। দ্য...