০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে নববধূ কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমারপুর ইউনিয়নের পাইকা গ্রামে নববিবাহিত স্বামীর বাড়িতে। এ ঘটনায় নববধূকে আটক করেছে সাদুল্লাপুর থানার পুলিশ। ছেলের পরিবার সূত্রে জানায়,গত শুক্রবার (৫সেপ্টেম্বর) পারিবারিক ভাবে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমারপুর ইউনিয়নের পাইকা গ্রামের কুরালু শেখের ছেলে নজরুল শেখের সাথে পাশ^বর্তী পলাশবাড়ী উপজেলার মাঠেরহাঠের রাজনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ে মোরশেদা আক্তারের সাথে বিবাহ সম্পন্ন হয়। ঐ দিন মহাআনন্দের সাথে নববধূকে ঘরে তোলেন বর নজরুলসহ অন্যান্য আত্মীয় স্বজনরা। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে নববিবাহিত দম্পত্তি বাসর ঘরে অবস্থান কালে মধ্যরাতে হঠাৎ নববধূর কাছে থাকা বেøড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গে আঘাত করে কিছু অংশ কেটে ফেলে।এ সময় বরের আত্মচিৎকারে...