ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল যখন প্রচারণার মাঠে সরব, তখন ‘স্বতন্ত্র’ প্রার্থীরাও শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। মোটাদাগে ৯টি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন শতাধিক প্রার্থী; বাকিরা অংশ নিচ্ছেন স্বতন্ত্র হিসেবে। ভোটের মাঠে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ আগে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে আলোচনায় আছেন। আবার কেউ কেউ ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন। ক্যাম্পাসে যখন ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য, তখন নানা আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে ছিলেন উমামা ফাতেমা। জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে ডাকসুর ভোটে নাম লিখিয়েছেন। উমামা একসময় গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র ফেডারেশন...