ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন।প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগ থেকেই প্রার্থীরা কুশল বিনিময়ের নামে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২৬ আগস্ট বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা জোরেশোরে প্রচারণাও চালান। প্রচারণা চালাতে গিয়ে একাধিক প্রার্থী আচরণবিধিও লঙ্ঘন করেছেন।প্রচারণার শেষের দিকে সব প্যানেলের নজর নারী ভোটারদের দিকে। তাদের ভোটগুলো নিজেদের দিকে আনতে হলগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন প্রার্থীরা।ডাকসু নির্বাচনে আটঘাট বেঁধে নেমেছিল ছাত্রদল। প্রচারণাতেও দলটি অব্যাহত রেখেছে। গত ১১ দিন ছাত্রদলের মনোনীত প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন।নারীদের ভোট টানতে শেষদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল নারীদের হলে প্রজেকশন মিটিং করেছে। শেষদিনে এই প্যানেলের সদস্যরা অপরাজেয় বাংলার সামনে শপথবাক্য পাঠ করবে।অন্যদিকে কৌশলী প্রচারণায়...