বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর পরিকল্পনা বদলে ফেলছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের লাইনআপে বড় রদবদলের ঘোষণা দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে হেরে যায় চারবারের সাবেক চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে জার্মানির প্রথম হার এটি। এছাড়া ১১৭ বছরের ইতিহাসে প্রথমবার টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে তারা। গত জুনে নেশন্স লিগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল নাগেলসমানের দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোববার ঘরের মাঠে জার্মানি মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ডের, যারা প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেন, দলের মূল দর্শন একই থাকলেও পরিবর্তন আসবে শুরুর একাদশে। “কয়েকজন খেলোয়াড় ও পুরো দলের সঙ্গে আমাদের কিছু বিষয়ে আলোচনা হয়েছে।...