‘রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লা থেকে তাদের উচ্ছেদ করতে দেওয়া হবে না। ৫৩ বছর ধরে বাস করা পাহাড়িয়া পরিবারগুলো সেখানেই থাকবে। কেউ তাদের উচ্ছেদ করতে গেলে সম্মিলিতভাবেই প্রতিহত করা হবে’—পাহাড়িয়াদের উচ্ছেদচেষ্টার প্রতিবাদে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এমন কথাই বলেছেন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি। সংহতি জানিয়ে অংশ নেয় দিনের আলো হিজড়া সংঘ, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি। অংশ নেন ভুক্তভোগী পাহাড়িয়ারাও। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। মানববন্ধনে পাহাড়িয়া পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন ময়ূরী বিশ্বাস। তিনি বলেন, ‘এই জমিতে আমাদের দাদারা বাস করেছেন, আমাদের বাবারাও বাস করেছেন। এখন আমরা বাস করছি।...