যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লন্ডন পুলিশ ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। শনিবারের এই বিক্ষোভের আয়োজক ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, প্রায় ১ হাজার ৫০০ মানুষ লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নিয়েছিল। তারা সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েছিল। ডিফেন্ড আওয়ার জুরিস এক্স- এ একটি ভিডিওসহ পোস্ট করেছে, যেখানে সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে।তাতে লেখা হয়েছে, পুলিশ নির্মমভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা করে মাটিতে ফেলে দিয়েছে। শুধুমাত্র প্ল্যাকার্ড ধরে থাকার জন্য তারা অন্যদের গ্রেপ্তার করেছে। যেখানে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠি ব্যবহার করে এবং একজন বিক্ষোভকারীকে...