০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ এএম টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনে নারী এককের ফাইনালে পা রেখেছেলিলেন অ্যারিনা সাবালেঙ্কা। প্রথমবার ধরে দেখা হয়নি শিরোপা।তবে পরে দুইবারই মুকুট নিজের করে নিলেন এই বেলারুশিয়ান তারকা। তবে শনিবার নিজের টানা দ্বিতীয় জয়টি সবচেয়ে বেশি মধুর হয়ে থাকার কথা সাবালেঙ্কার। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে আট নম্বর আনিসিমোভাকে দেড় ঘণ্টার লড়াইয়ে স্ট্রেট সেটে (৬-৩, ৭-৬) অনায়াসে হারান সাবালেঙ্কা। তবে আনিসিমোভা নন, সাবালেঙ্কার বিপক্ষে ছিল খেলা দেখতে গোটা হাজার পচিশেক দর্শকও।ঘরের মেয়ে আনিসিমোভাকে তার সমর্থন দিয়ে গেছেন পূর্ণ দমে। তবে সাবালেঙ্কার ক্ষিপ্রতার সামনে সেটি খুব একটি লাভে আসেনি। দাপুটে পারফরম্যান্সে ম্যাচ জিতে কোর্টেই হাঁটু মুড়ে কেঁদে ফেলেন সাবালেঙ্কা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের ফাইনালে উঠে হারতে হয়েছে...