কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত বিএনপি হাওয়াল্লী প্রদেশ শাখা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির হিজিল অঞ্চলের এক রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন। কুয়েত বিএনপির হাওয়াল্লী প্রদেশ শাখার আহ্বায়ক শের আলী স্বপনের সভাপতিত্বে এবং ইকবাল হোসেন, আব্দুল কাদের, আরিফুর রহমান ও জামান ফারুকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব শওকত আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জালাল...