এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত- এ তিন দেশ মিলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। অনুমিতভাবে সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুদল। শারজাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ইংল্যান্ড-সাউথ আফ্রিকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। আজ জিতলে সিরিজ ৩-০ ব্যবধানে জিতবে সাউথ আফ্রিকা। অন্যদিকে ইংল্যান্ডের জন্য ম্যাচটি হোয়াইটওয়াশ এড়ানোর। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ। এর আগে ওয়ানডে সিরিজ (২-০) জেতার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা জেতে লঙ্কানরা। তবে দ্বিতীয় ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে জিম্বাবুয়ে। দুদলের...