ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ছিলেন। শনিবার রাত ১০টার দিকে বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকার বাসায় ঢুকে তাঁকে হত্যা করা হয়। নোমানী একই এলাকার এনামুল হকের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় নোমানীর স্ত্রী সন্তানেরা কেউ বাড়িতে ছিলেন না। রাত ১০টার দিকে তাঁর ঘর থেকে বাঁচাও-বাঁচাও শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। পরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় থাকা নোমানীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...