০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ এএম অ্যান্ডোরার বিপক্ষে জয়টা সহজ ছিল, কিন্তু খেলায় ধার ছিল না ইংল্যান্ডের। ভিলা পার্কে বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার রাতে টমাস টুখেলের দল ২-০ গোলে জিতলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়ে গেল। ডেক্লান রাইস ও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এসেছে তিন পয়েন্ট, তবে খেলোয়াড়দের নিস্পৃহতা দর্শকদের হতাশ করেছে। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সবগুলো হেরে সবার নিচে অ্যান্ডোরা। অ্যান্ডোরার বিপক্ষে সব মিলিয়ে আট ম্যাচের সবকটিই জিতল ইংল্যান্ড। মোট ২৮ গোল করার বিপরীতে নিজেরা একটিও হজম করেনি তারা ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দাপট ছিল ইংল্যান্ডের। পুরো ম্যাচে ৮৩ শতাংশ সময় বল দখলে রাখলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ২৫ মিনিটে ননিই মাদুয়েকের ক্রসে...