প্রশাসনের ষড়যন্ত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সদস্যরা।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করে তারা।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) শরণ এহসান। এ সময় তিনি বলেন, আজ বিকেলে নির্বাচন কমিশন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল করে একটি বিজ্ঞপ্তি জারি করে, যা সম্পূর্ণ অবৈধ এবং নিয়মবহির্ভূত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আট দিন পরে প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত জাকসু নির্বাচনকে ঘিরে এক প্রকার ষড়যন্ত্রের আভাস দেয়।শরণ এহসান বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৭ আগস্ট এবং হালনাগাদ করা হয় ২৯ আগস্ট। চূড়ান্ত প্রার্থী ও ভোটার তালিকায় অমর্ত্য রায় জনের...