ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লেন ভারতীয় নির্মাতা অনুপর্ণা রায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংস অব ফরগটেন ট্রিজ’–এর জন্য তিনি অরিজ্জন্তি বিভাগে প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন। কোনো ভারতীয় পরিচালক এই বিভাগে এবারই প্রথম সেরা পরিচালকের সম্মান পেলেন। অনুপর্ণা বর্তমানে মুম্বাই থাকলেও তার জন্মস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। তিনি পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! অনুপর্ণা রায়ের ছবিটি মুম্বাইয়ের দুই তরুণী রুমমেট—থূয়া (নাজ শাইখ) ও শ্বেতা (সুমি বাঘেল)—এর গল্পকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে ফুটে উঠেছে শহুরে জীবনে নারীর অভিজ্ঞতা, বন্ধুত্ব, নীরব প্রতিরোধ ও আত্ম-অন্বেষণের এক গভীর ও ব্যক্তিগত আখ্যান। পরিচালক নিজস্ব স্মৃতি, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন। অরিজ্জন্তি জুরির সভাপতি ও কানজয়ী নির্মাতা জুলিয়া ডুকুরানো বিজয়ীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আর্জেন্টাইন সমালোচক ও জুরি সদস্য ফের্নান্দো এনরিক হুয়ান লিমা অনুপর্ণার...