ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে সংগঠনটি। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ হল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। এছাড়া ক্যাম্পাসের অন্যান্য অঙ্গনেও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণার বিষয়টি জানানো হয়েছে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো প্রার্থী বা পক্ষের যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের...