সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে আরও জানানো হয়, সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় বা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো...