শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে বলিউড তারকা টাইগার শ্রফের সুপারহিট সিক্যুয়েল ‘বাঘি ৪’। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে ছবিটি। তবে প্রথম দিনের আয়ের দিক থেকে ‘বাঘি ১’, ২, ৩ কে ছাড়িয়ে যেতে পারেনি ছবিটি। ছবিটির জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে সমালোচক এবং নেটিজেনদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ১১ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা নিঃসন্দেহে ভালো তবে ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজিরর অন্যান্য ছবির প্রথম দিনের আয়কে টক্কর দিতে পারেনি এই ছবি। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘বাঘি’ ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২.৮৫ কোটি রুপি। মুক্তির দিনে ‘বাঘি ২’র আয় ছিল ২৫.১০ কোটি রুপি এবং ‘বাঘি ৩’ আয় ছিল ১৭.৩০ কোটি রুপি।...