ভেনিসে ১১ দিনের মিলনমেলার পর্দা নামলো শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে। ২৭ আগস্ট শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি ছিলো ৮২তম। সমাপনী দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ীদের নাম। উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ উঠেছে মার্কিন কিংবদন্তী নির্মাতা জিম জারমুশের হাতে! ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের প্রধান ছিলেন আলেকজান্ডার পেইন, সাথে ছিলেন ফেরনান্দা তোরেস, মোহাম্মদ রাসুলফ ও মৌরা ডেলপেরো। তাদের কাজ সহজ ছিল না, কারণ প্রতিটি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। ২১টি আলোচিত সিনেমা ছিলো প্রতিযোগিতা বিভাগে! এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব ছিল ভিন্নধর্মী ও সাহসী ছবির আসর। এখানে দেখা গেছে মাথা ঘুরিয়ে দেওয়া সাই-ফাই (ইওর্গোস ল্যান্থিমোসের বুগোনিয়া), গথিক মহাকাব্য (ফ্রাঙ্কেনস্টাইন– গিয়েরমো দেল তোরো), তীক্ষ্ণ ও ব্ল্যাক...