রংপুরের পীরগাছায় পাঠাগার ভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের পাঠাগারে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার অন্নদানগরের জিএমসি-২ এলাকায় অবস্থিত পাঠাগারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক পাঠচক্র ও সাংস্কৃতিক ক্লাসে অংশ নিতে এসে সদস্যরা গেটের তালা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কাঠের একটি আলমারিতে রাখা বাদ্যযন্ত্র ও স্টিলের আলমারিতে রাখা কিছু বইপত্র নেই। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে—একটি হারমোনিয়াম, তবলা, ডুগি, খঞ্জনি, এক ডজন বাঁশি এবং বেশ কিছু দামি বই। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর...