কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ আর কোনো সায়েন্স ফিকশনের বিষয় নয়; এটি আমাদের প্রতিদিনের জীবনে বাস্তব হয়ে উঠেছে। ব্যাংকের স্বয়ংক্রিয় সেবা থেকে শুরু করে অনলাইন কেনাকাটার সাজেশন, চিকিৎসায় রোগ নির্ণয় থেকে সংবাদ লেখার খসড়া তৈরি— সবখানেই এআইয়ের ছোঁয়া। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগছে, ভবিষ্যতে কি আমাদের চাকরির জায়গা মেশিন নিয়ে নেবে? ইতিহাস বলছে, প্রযুক্তি যতবার এগিয়েছে, ততবারই মানুষের কাজের ধরন বদলেছে। শিল্পবিপ্লবের সময় মেশিন কৃষিকাজে শ্রমিকদের ভূমিকা কমিয়ে দিয়েছিল, আবার একই সঙ্গে তৈরি করেছিল কারখানায় নতুন কাজের সুযোগ। একইভাবে কম্পিউটার আসার পর টাইপিস্টদের চাকরি হারালেও তথ্যপ্রযুক্তি খাতে হাজারো নতুন পেশার জন্ম হয়েছে। অর্থাৎ প্রযুক্তি কিছু কাজকে অপ্রয়োজনীয় করে তোলে, কিন্তু অন্যদিকে নতুন দরজা খুলেও দেয়। এআইয়ের ক্ষেত্রেও একই বাস্তবতা ঘটছে। সহজ, পুনরাবৃত্তিমূলক কাজ— যেমন ডেটা এন্ট্রি, প্রাথমিক কাস্টমার সার্ভিস,...