জমিজমা সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম। জানা যায়, নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডল ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন। পুলিশ জানায়, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের মধ্যে বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের...