সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করছে। এ ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সেনাবাহিনী। এতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী, সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো...