আরিফুজ্জামান কোরবান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ২০১৯ সাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে মদপান করে বিষক্রিয়ায় মারা যান দুই শিক্ষার্থী। তাদের একজন আইন বিভাগের, অপরজন অর্থনীতি বিভাগের। ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে একটি ভাল বিভাগে ভর্তি হন মধ্যবিত্ত পরিবারের এক নারী। বিভাগের সেরা পাঁচে থেকে প্রথম বর্ষ শেষ করেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে মাদকে জড়িয়ে পড়েন, আসক্তির কারণে পিছিয়ে পড়েন এক বছর। চতুর্থ বর্ষে পড়াশোনা করা এই শিক্ষার্থী এখনো সেই ট্রমা থেকে পুরোপুরি বের হতে পারেননি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মাদকসহ আটক হওয়ার পর মামলায় জড়িয়ে যান। এরপর আরও কয়েকটি মামলা হলে তিনি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। কিন্তু তার পরিবার এখনো এ বিষয়টি জানে না। কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুর মণ্ডলের মোড়ে তাকে গাঁজা সেবন ও শিক্ষার্থীদের কাছে বিক্রি করতে দেখা গেছে। শুধু এই...