গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের সময় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। তবে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি দেখা গেল বিএনপির মঞ্চে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রা, ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অপু বিশ্বাস। একই মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। অনুষ্ঠানস্থল জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অপু বিশ্বাস বলেন, “আমি শিল্পী এই পরিচয়ে ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসার টানে সাত ঘন্টা যাত্রা করে এখানে এসেছি। আমার জনপ্রিয় বড় ভাই রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, আপনারা তাকে সেই সুযোগ দিন।” নীরব হোসেন বলেন, “আমি সিনেমার মানুষ। তবে আজ এসেছি রিপন ভাইয়ের আমন্ত্রণে। আশা...