লক্ষ্মীপুরের কমলনগরে বিকালে নিখোঁজ হওয়ার পর রাতে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাহমিনা (১০) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। শিশুটির মাথা থেকে রক্ত ঝরছিল এবং শরীরের বিভিন্ন অংশে ছিল আঘাতের স্পষ্ট চিহ্ন। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাজাল বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ও চোখ দিয়ে রক্তপাত শুরু হলে কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী তাহমিনা উপজেলার চরফলকন ইউনিয়নের সফিউল্লাহ হাওলাদার বাড়ির মোতাসিন মাঝির মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়দের বরাতে জানা যায়, বিকালে তাহমিনা পাশের বাড়ির সহপাঠী সাবিনার ডাকে ঘর থেকে...