গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শনিবার সকাল থেকেই ইসরাইলি বাহিনীর চালানো অব্যাহত হামলায় কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। নিহতদের মধ্যে রয়েছে ১৬ জন সহায়তা প্রত্যাশী, যারা খাদ্য ও চিকিৎসা সহায়তা সংগ্রহের চেষ্টা করছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩৭ জন নিহত হয়েছেন গাজা সিটি ও উত্তর গাজা এলাকায়। এছাড়া, উত্তর গাজার হামাদ হাসপাতাল জানায়, ইসরাইলি বাহিনীর গুলিতে ১০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই সহায়তা নিতে এসেছিলেন। এর আগের দিন, শুক্রবারেও ইসরাইলি হামলায় অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হন। ধারাবাহিক এই হামলায় সহায়তা প্রত্যাশীদের ওপর আক্রমণ, যুদ্ধবিধি লঙ্ঘনের অভিযোগের জন্ম দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের ফলে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৬৪,৩৬৮ জন নিহত এবং ১,৬২,৩৬৭ জন আহত...