ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দক্ষিণ আফ্রিকার জন্য বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার বিশ্বাস, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঠবে প্রোটিয়াদের হাতেই।লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ঝড়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভন লিখেন, ‘আমার মনে হয়, ২০২৭ বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা…’। এই মন্তব্য আসার সময়ই আলোচনায় ছিলেন দলের নতুন সেনসেশন ম্যাথিউ ব্রিটজকে।মাত্র ২৬ বছর বয়সী এই ওপেনার অভিষেকের পর টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ বা তার বেশি রান করে গড়েছেন ইতিহাস। লর্ডসে তার ৮৫ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দেয় ৩৩০/৮ রানে, যদিও দলটি একসময় ছিল ৯৩/৩ চাপে। এর আগে অভিষেকে করেছিলেন ১৫০ রান, অস্ট্রেলিয়ায় খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। পাঁচ ম্যাচে তার সংগ্রহ ৪৬৩ রান, গড় ৯২.৬।ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটজকেব্রিটজকের সঙ্গে...