ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন—রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলা। সেই যাত্রা শুরু হলো দারুণভাবে। আর্মেনিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দুটি গোল করেন তিনি। এক অর্ধে একটি করে গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি টেনে নেন ১৪০-এ। তবে এদিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল রোনালদোর গোল উদযাপন। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সাবেক সতীর্থ দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যু হয়। সেই শোকের ছায়াতেই আর্মেনিয়ার বিপক্ষে ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। জোয়াও ফেলিক্সের গোলে দলকে এগিয়ে দেওয়ার পর রোনালদো ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। গোল করার পর আকাশের দিকে হাত তুলে সেটি উৎসর্গ করেন প্রয়াত জোটাকে। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর লিভারপুল ফরোয়ার্ড জোটা খেলেছেন ৪৯ ম্যাচে, গোল করেছেন ১৪টি। রোনালদোর সঙ্গে ৩২ ম্যাচ খেলেছেন, যেখানে তাদের...